ইমরানুল আলম নামের এক ব্যক্তি মিরপুরবাসীর হয়ে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি সকল ক্রিকেটপ্রেমীকে সাবধান করে দিয়েছেন। বিষয়টি হাস্যকর মনে হলেও, এটি কোটি ভক্তের একটি দীর্ঘশ্বাস—নিচে হুবহু তা উল্লেখ করা হলো।
কয়দিন পর বাংলাদেশে অন্য দেশ আসবে খেলতে, আবার নিশ্চয়ই দৌড়ায়া হয়তো চলে যাবেন মাঠে খেলা দেখতে। কিন্তু এবার ঘটনা ভিন্ন হবে। খেয়াল কইরা!! আমার বাসা মিরপুরে। স্টেডিয়াম থেকে খুব কাছেই।
মরপুরের কিছু ভাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেসি, যারা এই অবস্থায়ও মাঠে এই দলের খেলা দেখতে আসবেন, তাদের শায়েস্তা করার জন্য। যেহেতু দলের খেলোয়াড়দের গার্ড অফ অনার দিয়ে মাঠে নিয়ে যাওয়া-আনা হয়, ওদেরকে পিটানোর মুরদ নাই আমাদের। তাই
যারা তাদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে আজকে এই অবস্থায় নিয়ে আসছেন, তাদেরকেই শুলে চড়ানো হবে। বাংলাদেশের আজকের এই করুণ পরিণতির দায় আপনাদের, আমাদের। তাই যারা খেলা দেখতে আসবেন, সাবধানে আসবেন। অনেক বাসার ছাদে ইট সাপ্লাই দেয়া হচ্ছে, গরম পানি মারার প্রস্তুতি নেয়া হচ্ছে, পঁচা ডিম, ছেড়া জুতা, গোবর সহ আরো..
বেশ কিছু অতর্কিত প্রস্তুতি চলছে। প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধড়ক মার খেলে বা highly Injured হলে মিরপুরবাসীকে দায় দিতে পারবেন না। আমরা যাস্ট এই গ্যালারির মতন শূন্য গ্যালারি চাই।
Loud and clear! বিঃদ্রঃ- যারা আমাদের এই টিমে যুক্ত হতে চান, জানাবেন।
0 মন্তব্যসমূহ