Header Ads Widget

২৬ বছর পর ইতিহাস বদল: জাপানের কাছে হেরে গেল ব্রাজিল

ফুটবল–বিশ্বে এমন দৃশ্য শেষবার দেখা গিয়েছিল প্রায় এক চতুর্থাংশ শতাব্দী আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আজ এশিয়ার মাটিতে হেরে গেল জাপানের কাছে! টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক জাপান।

ম্যাচের প্রথমার্ধে সবকিছুই ছিল ব্রাজিলের দখলে। শুরুতে সুযোগ নষ্ট করলেও ১৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় দলটি। ছয় মিনিট পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে প্রথমার্ধ শেষ করে আত্মবিশ্বাসী ব্রাজিল।


কিন্তু দ্বিতীয়ার্ধেই বদলে যায় সব দৃশ্যপট। ৫২ মিনিটে ব্রাজিল ডিফেন্ডার ফ্যাব্রিসিও ব্রুনোর ভুলের সুযোগ নিয়ে তাকুমি মিনামিনো ব্যবধান কমান। ৬২ মিনিটে কেইতো নাকামুরা সমতা ফেরান, আর ৭১ মিনিটে দারুণ এক হেডে জাপানকে এগিয়ে দেন আয়াসে উয়েদা। প্রথমার্ধে গোল মিস করা উয়েদাই শেষ পর্যন্ত জাপানের নায়ক হয়ে ওঠেন।

শেষ দিকে ব্রাজিল চাপ সৃষ্টি করলেও জাপানের রক্ষণভাগ আর ভুল করেনি। শেষ বাঁশি বাজতেই ইতিহাস রচনা হয় টোকিওতে— ১৪ বারের চেষ্টায় ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়!

ব্রাজিল সর্বশেষ কোনো এশিয়ান দলের কাছে হেরেছিল ১৯৯৯ সালে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সেই হিসাবে ২৬ বছর পর আবারও এশিয়ান দলের বিপক্ষে পরাজিত হলো তারা। কার্লো আনচেলত্তির কোচিংয়ে এটি ব্রাজিলের দ্বিতীয় হার। 


মাত্র চার দিন আগেই দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত ছন্দে ছিল ব্রাজিল। কিন্তু টোকিওতে সেই ছন্দ আর খুঁজে পায়নি তারা। জাপান ফুটবলপ্রেমীদের জন্য দিনটি হয়ে রইল ইতিহাসের এক গর্বের অধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ